jare pakhi uira ja song lyrics in bengali Boka Pakhi Lyrics |
Boka Pakhi Lyrics
যারে পাখি উইরা যা
খাইলি বুকের কলিজা
বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না ।
ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যত্নে
ছিঁড়া খাইলি আমার কলিজা
ওরে বোকা পাখি আপন চিনলি না ।
রাত ফুরিয়ে সকাল আসে
তারা থাকে চাঁদের পাশে
চাঁদ না থাকলে তারা অসহায়
হায় রে চাঁদ না থাকলে তারা অসহায় ।
রাত ফুরিয়ে সকাল আসে
তারা থাকে চাঁদের পাশে
চাঁদ না থাকলে তারা অসহায়
হায় রে চাঁদ না থাকলে তারা অসহায় ।
আমারি চাঁদ ছিলি যে তুই
এক থুইয়া হারাইলি কোই
তোরে ছাড়া আমি আসহায়
হায় রে বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না ।
একটা ডালে দুইটা পাখি
ছিলো কতো মাখামাখি
একটা পাখি কদর বুঝলো না
না রে একটা পাখি কদর বুঝলো না ।
একটা ডালে দুইটা পাখি
ছিলো কতো মাখামাখি
একটা পাখি কদর বুঝলো না
না রে একটা পাখি কদর বুঝলো না ।
পাখির মতো উড়াল দিলি
একা করে চলে গেলি
একটা বারও ফিরা চাইলি না ।
না রে বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না ।
যারে পাখি উইরা যা
খাইলি বুকের কলিজা
বোকা পাখি আপন চিনলি না
না রে বোকা পাখি আপন চিনলি না ।
ছিলি বুকের ভিতরে রেখেছিলাম যত্নে
ছিঁড়া খাইলি আমার কলিজা
ওরে বোকা পাখি আপন চিনলি না ।
Boka Pakhi Apon Chinlo Na | বোকা পাখি আপন চিনলো না | Atif Ahmed Niloy | New Bangla Song 2020
Related song:
No comments:
Post a Comment